প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ০০:০০
ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাবে চাঁদপুরে বিদ্যুৎ সরবরাহ অনেকটা বিপর্যস্ত হয়েছে। সকাল থেকেই জেলা জুড়ে বৃষ্টি ও বাতাসের গতি বৃদ্ধি পেতে থাকে আর বিদ্যুতের বিপর্যয় বাড়তে থাকে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর শহরে বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করলেও বিপর্যয় ঠেকাতে পারেনি। তারা কিছু লাইনে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করলেও ট্রিপ করেছে বার বার, অর্থাৎ আসা-যাওয়ার মধ্যেই ছিল বিদ্যুৎ। আবার কোনো কোনো লাইনে সারাদিনে এক ঘন্টাও বিদ্যুৎ ছিল না।
গতকাল সকাল থেকেই পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ ছিলো অনেকটা বিচ্ছিন্ন। ঝড়ে গাছপালা বিদ্যুৎ লাইনের ওপর পড়ায় বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়।