প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ০০:০০
গতকাল ২৩ অক্টোবর সোমবার ছিল সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী শ্যামা দেওয়ালী কালী পূজা ও দীপাবলির উৎসব। উৎসবকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এ বছর আয়োজকদের আয়োজনও ছিল ব্যাপক। নান্দনিক পূজা মণ্ডপ নির্মাণসহ আলোকে উদ্ভাসিত হয়েছিল যে সকল পূজা মণ্ডপ, গতকাল সে সকল পূজা মণ্ডপেই দেখা গেছে অমানিশার অন্ধকার। ব্যাপক উৎসাহ আনন্দে জল ঢেলে দিয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। এদিন অনবরত বৃষ্টি আর দমকা হাওয়ায় আয়োজকদের উৎসাহ-উদ্দীপনায় ভাটা পড়লেও ভাটা পড়েনি পূজার আয়োজনে। তারা নিয়মণ্ডনীতি মেনেই শ্যামা দেওয়ালী কালী পূজা সম্পন্ন করেছেন নির্বিঘেœ। তবে দর্শনার্থীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সন্ধ্যায় যেভাবে ধর্মীয় উপাসনালয়, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানসহ, বসতবাড়ি ঘৃত প্রদীপ বা মোমের আলোকে আলোকিত হয়ে উঠতো, গতকাল কিন্তু সে দৃশ্য তেমনভাবে দেখা যায়নি। তবে অনেকেই তাদের পিতৃ পুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রদীপ প্রজ্জ্বলন করেছেন বিভিন্ন পূজা মণ্ডপসহ চাঁদপুর মহাশ্মশানে, তবে তা ছিল খুবই নগণ্য।
সদ্য সম্পন্ন হওয়া সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবও এ বছর প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবাহাওয়া আর ঝড়, বৃষ্টির কারণে অনেকটাই বিঘিœত হয়। বৃষ্টির কারণে দর্শনার্থীরা পূজা দর্শন করা থেকে হয়েছিলেন বঞ্চিত, আসতে পারেননি দূর-দূরান্ত থেকে ভক্তবৃন্দ। তবে পাঁচদিনব্যাপী দুর্গোৎসবের শেষ দুদিনসহ বিসর্জন পর্ব সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে। আয়োজকদের ইচ্ছে ছিলো দীপাবলির শ্যামা দেওয়ালী কালী পূজা সম্পন্ন হবে উৎসবমুখর পরিবেশে, দর্শনার্থীদের উপস্থিতিতে প্রতিটি পূজা মণ্ডপ পরিণত হবে উৎসবের মিলন মেলায়। কিন্তু শ্যামা দেওয়ালী কালী পূজা একদিনের হওয়ায় আর ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব আজও থাকায় হয়তো আয়োজক ও দর্শনার্থীদের ইচ্ছে অপূর্ণই থেকে যাবে।