বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২২, ০০:০০

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫১ জেলে আটক ॥ জাল নৌকা মাছ ও স্পীডবোট জব্দ
মিজানুর রহমান ॥

চাঁদপুরে চলমান ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে সোমবার ৫১ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। এ সময় ৯৬ লাখ মিটার জাল, ১৪টি নৌকা, একটি স্পীডবোর্ট ও ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়।

সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে নৌ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে জেলা টাস্কফোর্সের একাধিক টিম।

আটক ৫১ জেলের মধ্যে ২২ জনকে পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ২০ দিনের বিনাশ্রমের কারাদণ্ড এবং বাকিদের মৎস্য আইনে নিয়মিত মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম বলেন, মা ইলিশ রক্ষায় পদ্মা-মেঘনায় নিয়মিত অভিযান চলছে। জেলা টাস্কফোর্সের মাধ্যমে আমরা নদীতে টহল দিয়ে থাকি। কয়েক ঘণ্টার অভিযানে জেলেদের আটকসহ কারেন্ট জাল জব্দ করা হয়। অভিযানে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌ-পুলিশ সহযোগিতা করে।

নৌ-পুলিশের প্রেসনোট থেকে জানানো হয়, গত চব্বিশ ঘন্টার এ অভিযানে ৯১ লাখ ২২ হাজার ৭০০ মিটার কারেন্ট জাল, মাছ ধরার ১৪টি নৌকা, একটি স্পীডবোট ও ১৪৭ কেজি ইলিশ জব্দ করা হয়। এছাড়া পাঁচ লাখ এক হাজার ৩০০ মিটার সুতি জাল পুড়িয়ে নষ্ট করা হয়।

উল্লেখ্য, পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ গত ৭ অক্টোবর থেকে শুরু হয়। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়