বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০

আজ শ্যামা দেওয়ালী কালীপূজা
স্টাফ রিপোর্টার ॥

সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামা দেওয়ালী কালীপূজা আজ ২৪ অক্টোবর সোমবার গভীর রাতে অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব পার হতে না হতে আবার শ্যামাপূজা উপনীত হওয়ায় পূজারীসহ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বইছে উৎসবের আমেজ। তারা ব্যাপক আয়োজনে এ পূজার আয়োজন করেছেন। যে সকল মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছিল সে সকল অধিকাংশ মণ্ডপেই কালীপূজার আয়োজন করা হয়েছে ব্যাপকভাবে। আলোকোজ্জ্বল হয়ে উঠেছে পূজামণ্ডপ সমূহ।

এদিন কালীমন্দির ছাড়া বিভিন্নভাবে ব্যক্তি উদ্যোগে কালীপূজা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় প্রতিটি গৃহকোণ ঘৃত প্রদীপ বা মোমের আলোতে আলোকিত হয়ে উঠবে। এদিনের কালীপূজার মূল লক্ষ্যই হলো অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে পরিত্রাণ পাওয়া। সে লক্ষ্যে সকলেই এদিন দেবী চরণে প্রার্থনা জানাবে, জগতের সকল অন্ধকার দূর করে আলোয় উদ্ভাসিত হোক আমাদের সকলের অন্তরাত্মা। গভীর রাতে কালীপূজা অনুষ্ঠিত হয় বলে পূজার দিন তেমন করে দর্শনার্থীর দেখা না মিললেও পরদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই পূজামণ্ডপে দেখা মিলে প্রচুর দর্শনার্থীর। এ সময় তারা প্রতিমা দর্শনসহ প্রসাদ গ্রহণের জন্য ছুটে আসেন পূজা মণ্ডপে। তবে শ্যামা দেওয়ালী কালী পূজা একদিনের হলেও এর আয়োজন কিন্তু অনেক বেশি। আর এই ব্যয়বহুল আয়োজনকে ভক্তিপূর্ণভাবে উপভোগ করার লক্ষ্যে অনেক আয়োজনকারীগণই ২-৩ দিন পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকেন।

শ্যামা দেওয়ালী কালীপূজা উপলক্ষে এদিন চাঁদপুর শহরসহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষজন ছুটে যাবেন শাহরাস্তি উপজেলার শ্রী শ্রী মেহেরেশ্বরী কালী বাড়িতে। তারা সেখানে ছাগ বলীসহ পূজা দিবেন ভক্তিভরে। কামনা করবেন পরিবার পরিজনদের মঙ্গলসহ বিশ্বশান্তি। এদিন চাঁদপুর শহরস্থ মহাশ্মশানের মন্দির কমপ্লেক্সেও ব্যাপক আয়োজনে অনুষ্ঠিত হবে কালী পূজা আর পিতৃ পুরুষদের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হবে প্রদীপ প্রজ্জ্বলন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়