বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০

অনন্যা নাট্যগোষ্ঠির ৪৮ বছরপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটা
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত সদস্য সংগঠন অনন্যা নাট্যগোষ্ঠী চাঁদপুরের আজ ২৪ অক্টোবর ৪৮ বছরপূর্তি। এ উপলক্ষে আজ বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভযাত্রার পরপরই জেলা শিল্পকলা একাডেমিতে গৌরবের ৪৮ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা অনুষ্ঠিত হবে। আগামীকাল ২৫ অক্টোবর মঙ্গলবার বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের অংশগ্রহণে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং পরদিন ২৬ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০টায় একই ভেন্যুতে দেশাত্মবোধক সঙ্গীত ও অভিনয় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উৎসবের ৪র্থদিনে ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনন্যার প্রযোজনা লোককাহিনী গীতিময় নাটক ‘রূপভান’ মঞ্চায়ন করা হবে। এর পূর্বে প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার ও সনদপত্র তুলে দেবেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। ৫ম দিন ২৮ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জেলা শিল্পকলা একাডেমিতে বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কলকাতা ও চাঁদপুরের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। সকল অনুষ্ঠানে সংস্কৃতিমনা সুধীজনকে উপস্থিত থাকার জন্যে অনুরোধ জানিয়েছেন অনন্যা নাট্যগোষ্ঠী’র সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক মৃণাল সরকার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়