বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০

পুলিশের মতো কমিউনিটি পুলিশিংয়েরও উদ্দেশ্য মানুষের সেবা করা
স্টাফ রিপোর্টার ॥

‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র-শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে আগামী ২৯ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে পৌর কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ অক্টোবর রোববার বিকেলে চাঁদপুর শহরের বিপণীবাগ পার্টি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিং ইন্সপেক্টর মোঃ ওয়ালি উল্লাহ, পৌর কমিটির সভাপতি শেখ মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন প্রমুখ।

অঞ্চল-১২-এর সভাপতি মোহাম্মদ নূরু খানের সভাপতিত্বে ও অঞ্চল-১-এর সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরু মিজির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অঞ্চল-১৩-এর সভাপতি ডাঃ এএসএম মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ ফোরকান উদ্দিন খান, অঞ্চল-১-এর সাধারণ সম্পাদক শাহ মোঃ জাহাঙ্গীর ও মহল্লা কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম বাবুল, অঞ্চল-৬-এর সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী ও বিষ্ণুদী দক্ষিণ মহল্লা কমিটির সভাপতি মোঃ ওমর ফারুক ঢালী, অঞ্চল-১২-এর সাবেক সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সফিউল্লাহ, বর্তমান সহ-সভাপতি কাদের দেওয়ান মিন্টু, মোঃ টিটু বেপারী, যুগ্ম সম্পাদক রোটাঃ কাজী মাইনুল হক জীবন, মহিলা সম্পাদিকা মিসেস লিপি ও অঞ্চল-১৪-এর সহ-সভাপতি আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন সদর উপজেলা কমিটির সভাপতি সালেহ উদ্দিন আহমেদ জিন্নাহ, পৌর কমিটির সহ-সভাপতি সফিউদ্দিন আহমেদ ও উত্তর আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নিয়ে পুলিশ কাজ করছে। অনেক মানুষ পুলিশকে দোষারোপ করে। অপরাধের কিছু ধরণ আছে। সে অনুযায়ী আদালত অপরাধীকে শাস্তি দেয়। এখানে পুলিশের হাত নেই। তিনি আরো বলেন, কমিউনিটি পুলিশিং পুলিশের সহযোগী সংগঠন। কাজেই পুলিশ অফিসার অঞ্চলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় থাকবে। পুলিশের মতো কমিউনিটি পুলিশিংয়েরও উদ্দেশ্য মানুষের সেবা করা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়