প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পালবাজার মক্কা ট্রেডার্সের স্বত্বাধিকারী ও জিলানী জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মোঃ বাদশা ভূঁইয়া (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এশার নামাজের অজু করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন।
গতকাল রোববার তিন দফা জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সকাল ৮টায় প্রথম জানাজা কোড়ালিয়া মরহুমের বাসা সংলগ্ন হাজী শরীয়তুল্লাহ (রহঃ) জামে মসজিদ প্রাঙ্গণে ও দ্বিতীয় জানাজা সকাল ৯টায় চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে এবং তৃতীয় জানাজা সকাল ১০টায় আশিকাটি ইউনিয়নের রালদিয়া ভূঁইয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে তাকে দাফন করা হয় বলে জানিয়েছেন মরহুমের আত্মীয় ভাগিনা মোঃ হাবিবুর রহমান বেপারী।