বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২২, ০০:০০

মৈশাদীতে তুচ্ছ ঘটনায় ব্যবসায়ী নিহত ॥ হামলাকারী আটক
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নে রাস্তার পাশে ইটের কণা রাখার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তানজিল আহসান (২২) নামে যুবকের হামলার শিকার হয়ে মবিন পাটওয়ারী (৫৮) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজিত স্থানীয় লোকজন তানজিলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ২৩ অক্টোবর রোববার সকালে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড মধ্য মৈশাদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ী মবিন ওই গ্রামের বাগিচা বাড়ির মমতাজ উদ্দিন পাটওয়ারীর ছেলে। তিনি নিজ বাড়ির রাস্তার পাশের একজন ক্ষুদ্র ব্যবসায়ী। অভিযুক্ত যুবক তানজিল পাশর্^বর্তী বেপারী বাড়ির মোঃ বিল্লাল হোসেন বেপারী লিটনের ছেলে।

নিহত ব্যবসায়ী মবিন পাটওয়ারীর ছেলে নিহাদ পাটওয়ারী বলেন, আমার বাবা সকালে দোকান খোলার জন্যে গিয়েছেন। সেখানে রাস্তার পাশে অন্য কেউ ইটের কণা রেখেছে। কিন্তু কণা রাখার বিষয়ে তানজিল আমার বাবাকে দায়ী করে এবং এ বিষয় নিয়ে তানজিলের সাথে আমার বাবার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানজিল হাতাহাতি করে এবং আমার বাবাকে মারধর করে রাস্তায় ফেলে দেয়। আমার বাবা মাথায় ও মুখে আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। তখন সেখান থেকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক ডাঃ আসিবুল ইসলাম আমার বাবাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, তানজিল বখাটে ছেলে। সে কোনো কাজ করে না। এ ধরনের তুচ্ছ ঘটনা নিয়ে সে এলাকায় অশান্তি সৃষ্টি করে। মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম পাটওয়ারী বলেন, ঘটনা সত্য। আমরা জানতে পেরে গ্রাম পুলিশ পাঠিয়েছি। কারণ, স্থানীয় মানুষ উত্তেজিত হয়ে তানজিলকে মারধর করতে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে দুপুর ১টার দিকে মডেল থানা পুলিশের কাছে তানজিল নামে যুবককে সোপর্দ করা হয়। তবে নিহত মবিন পাটওয়ারী আগে থেকেই অসুস্থ ছিলেন।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ঘটনার সংবাদ পেয়ে দুপুরে আসামীকে তার নিজ বাড়ি থেকে আটক করি। বর্তমানে সে থানায় আছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষ হলে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় মামলা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়