প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০
চলতি বছরের ২৮ নভেম্বর ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদসহ দেশের ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিবালয়ের স্মারক নং ১৭.০০.০০০০.০৭৯.৪১.০১৬.২২-৭০০ শনিবার (২২ অক্টোবর) এ তথ্য জানা যায়।
ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৬ নভেম্বর, বাছাই ৭ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ১২ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১৩ নভেম্বর এবং ভোটগ্রহণ ২৮ নভেম্বর। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে জানিয়েছে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন অফিস।
এদিকে তফসিল ঘোষণার সাথে সাথে ওই ইউনিয়নে প্রার্থীদের নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্য দিয়ে ভোটারদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়।