বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২২, ০০:০০

সড়ক নিরাপদের জন্য নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’-এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারাদেশের ন্যায় চাঁদপুরেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২। ২২ অক্টোবর শনিবার নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে সরকারিভাবে দিবসটি উদযাপিত হয়।

চাঁদপুর জেলা প্রশাসন, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা কমিটি এবং জেলা তথ্য অফিসের সমন্বয়ে দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সদর উপজেলার সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, চাঁদপুরের সড়কে ছোট যানবাহন বেশি চলছে। ছোট যানবাহনগুলোতেই বেশী দুর্ঘটনা ঘটে। নিরাপদ সড়ক সবার দাবি। বর্তমানে নিরাপদ সড়ক আর জীবনের মধ্যে নয়, এটা চলে গেছে আবেগের মধ্যে। যারা আছে তারাও দুর্ঘটনার শিকার হচ্ছেন।

তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনায় কোনো শ্রেণি-পেশা নেই, যে কেউ দুর্ঘটনায় পতিত হতে পারে। জীবনকে ভালোবাসতে হবে। শুধু দিবসকে দিয়েই সচেতনতা হবে না। দিবসের বাইরেও কাজ করতে হবে। ভালো কাজ যত করবেন তত ভালো। ভালো কাজে সমাজের শৃঙ্খলা হয়। রাস্তায় তাড়াহুড়া করে চলা যাবে না। একজন চালক যেখানে সেখানে গাড়ি থামাবে। অথবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবো। নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। রাস্তায় পথচারী, সকল প্রকার যানবাহনের চালক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে।

তিনি আরো বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। নিরাপদ সড়ক নিয়ে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠন ভালো কাজ করছে। তাদের মত অন্যরা এগিয়ে আসলে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। চাঁদপুরে বেশি দুর্ঘটনা হচ্ছে ছোট যানবাহনগুলোর মাধ্যমে। ছোট যানবাহন বেপরোয়া চলাচল করে থাকে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এমএ লতিফ, জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম মন্টু প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মুসা। স্বাগত বক্তব্য রাখেন ইন্সপেক্টর আফজাল হোসেন।

এমআর ইসলাম বাবুর পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সদস্য হাফেজ ফরহাদ পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়