প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
দেশের শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উদ্ভুদ্ধ করতে বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলায় ভোকেশনাল শাখা খোলার উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে এ উপলক্ষে চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের ৩টি শাখার পরিদর্শন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান।
এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, টেকনিক্যাল সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক তাজুল ইসলাম, ছাত্রী শাখার ইনচার্জ নাছরীন পারভীন, কলেজ প্রধান ক্যাম্পাসের সাধারণ শাখার সমন্বয়কারী জাকির হোসেন, বিএমটি শাখার সমন্বয়কারী মোঃ ইব্রাহীম আল আজাদ, গুণরাজদী শাখার ইনচার্জ ফারহানা আক্তার, গভর্নিংবডির শিক্ষক প্রতিনিধি মোঃ মনির হোসেন, প্রাথমিক শাখার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার আইসিটি প্রভাষক মোঃ আশ্রাফুল আলমসহ কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রধান ক্যাম্পাস, ছাত্রী ক্যাম্পাস ও গুণরাজদীসহ ৩টি শাখায় মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষা এসএসসি ভোকেশনাল শিক্ষা কার্যক্রম খোলার বাস্তবায়ন করা হচ্ছে।