প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০
পবিত্র জুমার নামাজ আদায়কালে এমদাদ হোসেন (৪০) নামে ব্র্যাকের এক কর্মকর্তা হার্ট অ্যাটাকে মারা গেছেন। গতকাল শুক্রবার (২১ অক্টোবর) জুমার নামাজের সময় ফরিদগঞ্জে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারের চরমান্দারি মাদ্রাসা দারুস সুন্নাহ ও দক্ষিণ মিজি বাড়ি সংলগ্ন মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করতে যান এমদাদ হোসেন। নামাজ শেষ হওয়ায় আগমুহূর্তে সালাম ফিরানোর সময় তিনি হঠাৎ ঢলে পড়েন। পরে তাৎক্ষণিক লোকজন স্থানীয় চিকিৎসক দিয়ে নিশ্চিত হন তিনি মৃত্যুবরণ করেছেন।
দুই সন্তানের জনক এমদাদ হোসেনের বাড়ি রাজবাড়ি জেলায়। তিনি গত তিন বছর ধরে ব্র্যাকের গৃদকালিন্দিয়া শাখার প্রগতি শখার ঋণ কর্মকর্তা পদে কর্মরত। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
ব্র্যাকের যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সমন্বয়ক নয়ন কবির জানান, এমদাদ হোসেন জুমার নামাজের সময় ডানে সালাম ফিরিয়ে বামে সালাম ফিরাতে পারেননি। এ সময়ের মধ্যেই তিনি ঢলে পড়েন। শুক্রবার বাদ আসর ব্র্যাক অফিসে প্রথম জানাজা শেষে মরহুমের লাশ রাজবাড়ির উদ্দেশ্যে নেয়া হয়।