বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ অক্টোবর ২০২২, ০০:০০

মতলব উত্তরের পূর্ব বালুচর গ্রামে রাস্তা ও ব্রীজের দাবিতে মানববন্ধন
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব বালুচর গ্রামে একটি রাস্তা ও ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুম্মাবাদ পূর্ব বালুচর বেড়িবাঁধের উপর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার শত শত পুরুষ মহিলা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানবন্ধনকালে বক্তব্য রাখেন পূর্ব বালুচর গ্রামের বাসিন্দা মোঃ শাহআলম, আবুল হোসেন, বিল্লাল হোসেন, আরশাদ ভূঁইয়া, কাদির মোল্লা, মোঃ সালাউদ্দিন বকাউল, জামাল ভূঁইয়া প্রমুখ।

বক্তারা বলেন, পূর্ব বালুচর গ্রামটি প্রায় ১শ’ বছরের পুরনো গ্রাম। অথচ এই গ্রামে কোনো রাস্তা নেই। গ্রামের মধ্যখানে সেচ ক্যানেলে একটি ভাঙা সাঁকো দিয়ে মানুষ চলাচল করে। ওইখানে একটি ব্রীজ হলে মানুষ সাচ্ছ্বন্দ্যে যাতায়াত করতে পারতো।

বক্তারা আরও বলেন, পূর্ব বালুচর গ্রামের উত্তর মাথা থেকে দক্ষিণ মাথা পর্যন্ত একটি রাস্তা নির্মাণ করা প্রয়োজন। রাস্তা না থাকায় মানুষের চলাচলে খুবই ব্যাঘাত ঘটছে। মসজিদের মুসল্লিদের যাতায়াত ও স্কুল কলেজের শিক্ষার্থীদের যাতায়াতে খুবই সমস্যা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ মারা গেলে লাশের কফিন নিয়ে বের হওয়া যায় না। আমরা পূর্ব বালুচর গ্রামের মানুষ এতটা সমস্যায় ভুগছি। তাই বাংলাদেশ সরকার ও স্থানীয় এমপির কাছে আমাদের দাবি পূর্ব বালুচর গ্রামে একটি নতুন রাস্তা ও একটি ব্রীজ নির্মাণ করে দিবেন। তাহলে আমরা এই গ্রামের মানুষ সাচ্ছ্বন্দ্যে চলাফেরা করতে পারবো।

এ ব্যাপারে ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ রেজাউল করিম বলেন, ওই গ্রামে ভাঙা যেই সাঁকোটি আছে সেটি মেরামত করার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। দ্রুত মেরামত করা হবে। আর ব্রীজের কাজ আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হয়তো করবে। রাস্তা নির্মাণের ব্যাপারে তিনি বলেন, বিষয়টি কেউ আমাকে অবগত করেনি। যদি ওই গ্রামের বাসিন্দারা যোগাযোগ করে তাহলে পরিদর্শন পূর্বক রাস্তা নির্মাণ করার ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়