প্রকাশ : ২১ অক্টোবর ২০২২, ০০:০০
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বানে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ২২ অক্টোবর শনিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এদিন চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ (লেকেরপাড় সংলগ্ন) কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সকাল-সন্ধ্যা গণঅনশন কর্মসূচি পালিত হবে।
গণঅনশন কর্মসূচি সফল করার লক্ষ্যে সকল প্রগতিশীলকে অংশ নেয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার ও সাধারণ সম্পাদক পিপি অ্যাডঃ রনজিত কুমার রায় চৌধুরী। তারা বলেন, সকলের মিলিত আন্দোলনেই একদিন আলোর মুখ দেখবে ঐক্য পরিষদের দাবি সমূহ। তাই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সকল মানুষের কাছে আকুল আবেদন, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায়সঙ্গত দাবির প্রতি একাত্ম ঘোষণা করে গণঅনশনে যোগ দিন। ধর্ম যার যার রাষ্ট্র সবার, সাম্প্রদায়িক বৈষম্য দূর হোক, প্রতিষ্ঠিত হোক সকলের সম অধিকার।