বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০

জেলা পরিষদকে উন্নয়নের সূতিকাগার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছি
প্রবীর চক্রবর্তী ॥

চাঁদপুর জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী বলেছেন, ভোটারদের প্রতি আমি কৃতজ্ঞ তারা আমাকে নানা প্রতিকূলতার মধ্যেও ভোট দিয়ে টানা দ্বিতীয়বারের মতো চাঁদপুর জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি সবসময় জেলা পরিষদকে উন্নয়নের সূতিকাগার হিসেবে চিহ্নিত করার চেষ্টা করেছি। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। আমি চাই সকলে মিলে আমাদের জেলাকে স্বচ্ছ ও সুন্দর রাখবো। ভোটের কথা বলতে গিয়ে তিনি বলেন, এই নির্বাচনে নতুন করে অনেক কিছু দেখা ও বোঝার অভিজ্ঞতা হলো। তবে তা রাজনীতির জন্য কতটুকু ভালো, সময়েই তা বলে দিবে।

গতকাল বুধবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি ফরিদগঞ্জ পৌরসভায় মেয়রসহ জনপ্রতিনিধিদের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন। তিনি বলেন, আজ আমি নির্বাচনে বিজয়ের পর স্বাধীনতার সূর্য সন্তান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সাথে সাক্ষাৎ করতে এসেছি। এ সময় তিনি পৌর মেয়র, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানান।

জেলা পরিষদের নবনির্বাচত চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আবুল খায়ের পাটওয়ারী বলেন, যোগ্য লোকের হাতে জেলা পরিষদ চেয়ারম্যান পদ উঠেছে এটা আমাদের জন্যে আনন্দের। আশা করছি বিগত সময়ের মতো নতুন এই পথচলায় জেলা পরিষদ চেয়ারম্যান উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান পরান, কাউন্সিলর জাকির হোসেন গাজী, আবুল হাশেম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম চৌধুরী, সহকারী প্রকৌশলী দেলওয়ার হোসেন, ক্যাশিয়ার গিয়াসউদ্দিন প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়