প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র আবুল খায়ের পাটওয়ারী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ। তাই জাতির পিতার আদর্শ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি আনুগত্য রেখে শ্রমিক লীগের প্রতিটি নেতা-কর্মীকে কাজ করতে হবে। ফরিদগঞ্জ আওয়ামী লীগ যেমন শেখ হাসিনার বাইরে কিছু বুঝে না, তেমনি শ্রমিক লীগকে আওয়ামী লীগের ধারা অনুসরণ করতে হবে। আমরা কোনো ব্যক্তির অধীনস্থ নই, আমরা দলের অনুগত। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আগামীতে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে শ্রমিক লীগকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্বাধীনতা বিরোধী এবং বিএনপি-জামায়াতকে প্রতিহত করতে শ্রমিক লীগকে আরো শক্তিশালী হতে হবে।
বুধবার (১৯ অক্টোবর) বিকেলে নবগঠিত জাতীয় শ্রমিক লীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগকে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে কমিটি গঠন করতে হবে। সামনের দিনগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কথিত আন্দোলনকে মোকাবেলা করতে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।
শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শাহআলম মিয়াজীর পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ ও দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া। এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ শহিউল্ল্যাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন মিঠু, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি আঃ লতিফ খান, সোহেল গাজী, যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন মীর, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দির রাঢ়ী প্রমুখ।
এর আগে জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ নতুন কমিটির পরিচিতি সভায় তুলে ধরেন।