বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ অক্টোবর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে সাপের কামড় ও বিষপানে দুই নারীর মৃত্যু
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জে লাকী বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধারের পর বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। লাকী বেগম উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের গাজী বাড়ির মামুন গাজীর স্ত্রী ও দুই সন্তানের জননী।

এদিকে বিষাক্ত সাপের কামড়ে আয়শা বেগম (৩০) নামে ৯ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। মায়ের পেটে থাকা ৯ মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটিও মারা গেছে বলে নিশ্চিত করেন চিকিৎসক। গত মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকির বাজার ঘনিয়া গ্রামে স্বামীর বসতঘরে এ ঘটনা ঘটে। আয়শা বেগম ওই গ্রামের ওয়ার্কশপ ব্যবসায়ী কাঞ্চনের স্ত্রী। তাদের ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে।

পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাহাপুর গ্রামের গাজী বাড়ির মামুন গাজীর স্ত্রী লাকী বেগম বুধবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই সেলিম মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে চাঁদপুর মর্গে প্রেরণ করেন।

সাপের কামড়ে স্ত্রীর মৃত্যুর বিষয়ে স্বামী কাঞ্চন জানান, স্ত্রী আয়শা বেগমসহ ঘরে দুজনে ঘুমিয়েছিলাম। আছর নামাজের সময় তার ঘুম ভাঙলে বিছানা থেকে নামলে খাটের নিচে লুকিয়ে থাকা বিষধর সাপের শরীরে পা পড়লে তাকে ছোবল দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখান থেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রেফার করা হয়। সন্ধ্যায় হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ মিজানুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি জানান, সাপের কামড়ে অন্তঃসত্ত্বা নারী ও তার পেটের বাচ্চাটি মারা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়