প্রকাশ : ১৯ অক্টোবর ২০২২, ০০:০০
মেঘনা-পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভয়াশ্রমে চাঁদপুরের প্রশাসনের তৎপরতার মধ্যেও থেমে নেই ইলিশ নিধন। প্রতিদিনই নদীপাড়ের খালগুলো থেকে জেলেরা নদীতে যাচ্ছে এবং আইন অমান্য করে ইলিশ ধরছে। নিধন করা ইলিশের চালান ভোরের আলো ফোটার আগেই পাচার হচ্ছে বিভিন্ন স্থানে। হাইমচরের একজন সংবাদকর্মী জানিয়েছেন, প্রতিদিন রাত ৯টার পরে হাইমচর উপজেলার মধ্যচর থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে আসছে ১০ থেকে ১২টি ইলিশ মাছের চালান। মাছগুলো বিক্রির স্পট হচ্ছে হাইমচর উপজেলার খোরশেদ আলীর মোড়, শহর আলীর মোড় সংলগ্ন নদীরপাড়, হাইমচর মাছঘাট সংলগ্ন নদীরপাড়, তেলির মোড়, কলেজঘাট সংলগ্ন নদীর পাড় এবং কাটাখালি মাছঘাট সংলগ্ন নদীরপাড়। এসব স্থান দিয়ে বিপুল পরিমাণ মা ইলিশ বিক্রি হচ্ছে।
এছাড়া পুরাণবাজার রণাগোয়াল, হরিসভা, লক্ষ্মীপুর ইউনিয়নের দোকানঘর মসজিদঘাট, রামদাসদী খাল, বহরিয়া লোধেরপাড়, হরিণা ফেরিঘাট খাল, বাখরপুর আখনেরহাট খাল, মেঘনার পশ্চিমে রাজরাজেশ্বর চরের পাশে মোল্লা বাজার নদীরপাড়ে ধৃত ইলিশের জমজমাট বেচা-কেনা হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নৌ-পুলিশ সুপারসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।