বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ধর্মীয় নিয়ম-কানুন মেনে চললে সাংসারিক জীবন সুন্দর হয়
স্টাফ রিপোর্টার ॥

ইসলামিক ফাউন্ডেশন (ইফা) চাঁদপুরের উদ্যোগে উম্মুল মু’মিনিন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় চাঁদপুুর শহরের ফিশারী গেইট সংলগ্ন ইফার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থা চাঁদপুর-এর চেয়ারম্যান অধ্যাপিকা মাসুদা নূর খান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় নিয়ম-কানুন মেনে চললে সাংসারিক জীবন সুন্দর হয়। কেননা ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম শান্তির ধর্ম। ধর্ম শিক্ষায় শিক্ষিত হওয়া জাতির কর্তব্য। ধর্ম ও কর্ম সঠিকভাবে লালন করলে মানুষ বিপথগামী হয় না। তিনি আরো বলেন, মহিলা সাহাবীর আদর্শ আমাদের জীবনের অনুপ্রেরণা। সে সকল সাহাবীর চাল-চলন কেমন ছিলো, এ সম্পর্কে ইসলামিক ফাউন্ডেশন বহু কিতাব বাংলা ভাষায় প্রকাশ করেছে। মহিলা সাহাবীদের জীবনীর মধ্যে রয়েছে ইসলামের সঠিক আদর্শ।

ইফা’র উপ-পরিচালক মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মোহাম্মদ বিল্লাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইমামণ্ডমুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবদুর রহমান গাজী।

ফিল্ড সুপারভাইজার মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন কুলছুমা খাতুন। নাতে রাসুল (সাঃ) পরিবেশন করেন খাদিজা খাতুন। উপস্থিত ছিলেন ফারজানা আক্তার, মরিয়ম বেগমসহ ইফার শিশু-গণশিক্ষা কেন্দ্রের শিক্ষিকাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়