বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু, আহত ৪

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু, আহত ৪
মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু ও ৪ জন আহত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটেছে।

থানা পুলিশ ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সূত্রে জানা যায়, ঘটনার সময় ১৪ জন কাঠমিস্ত্রি ওই গ্রামের মুন্সি বাড়ির ওসমান গণির বাড়ি থেকে একটি পুরানো ঘর বেপারী বাড়ির শরবত আলীর ভিটায় নিয়ে যাচ্ছিল। ওই সময় বেপারী বাড়ির সামনে ঘরের একটি চাল বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এতে ওই চাল বহনকারী ৬ জন আহত হন। আহতদের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক হোসেনপুর গ্রামের মুন্সি বাড়ির রুহুল আমিনের পুত্র সোহাগ হোসেন (৩৫) ও একই গ্রামের মাইঝের বাড়ির ওমর ফারুকের পুত্র লিটন হোসেন (১৯)কে মৃত ঘোষণা করেন।

আহতরা হলেন মুন্সি বাড়ির মৃত মমতাজ উদ্দিনের পুত্র মোঃ দেলোয়ার হোসেন (৫০), মুন্সি গাজী তালুকদার বাড়ির মৃত ছেরাজুল হকের পুত্র মোঃ আক্কাস (৪৫), ঠাকুর বাড়ির মৃত আঃ মান্নানের পুত্র মোঃ আবুল কাশেম (৩৫) ও বেপারী বাড়ির মৃত চাঁন মিয়ার পুত্র সোহাগ মিয়া (৩০)।

নিহত সোহাগের ভাতিজা মেজবাহ উদ্দিন (৬০) জানান, ১৪ জন মিস্ত্রি মিলে শরবত আলীর ঘরের চালা সরিয়ে নিচ্ছিলো। হঠাৎ টিনের চালা বিদ্যুতের তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত আক্কাস ও দেলোয়ার জানান, কাজ করার সময় হঠাৎ বিদ্যুতের তারের সাথে টিনের চালা জড়িয়ে যায়। তারপর আর তাদের কিছুই মনে নেই।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আনোয়ার হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। এ ঘটনায় গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ফারজানা ইয়াসমিন জানান, ঘটনাস্থলেই ২ জন মারা গেছেন। আহত ৪ জনকে চিকিৎসা দেয়া হয়েছে।

শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক মোঃ রোকন উদ্দিন জানান, ২ জনের মৃতদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়