বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তিতে তরকারি বাজারে কাঁচামালের সংকট
মঈনুল ইসলাম কাজল ॥

শাহরাস্তিতে কাঁচাবাজারে তরকারির সংকট দেখা দিয়েছে। ক’জন ব্যবসায়ী আড়ত বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করতে না পেরে খালি হাতে ফিরে আসেন। উপজেলার প্রধান কাঁচাবাজার বসে ঐতিহ্যবাহী ঠাকুরবাজারে। সপ্তাহে সোমবার ও শুক্রবার দুদিন বসে কাঁচাবাজার। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠে ঠাকুরবাজার। শুক্রবার বাজারে গিয়ে দেখা যায়, কাঁচামালের তীব্র সংকট।

এর কারণ জানতে চাইলে ব্যবসায়ীগণ জানান, তারা মূলত কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে কাঁচামাল সংগ্রহ করে থাকেন। কিন্তু এবার কাঁচামাল আনতে গিয়ে খালি হাতে ফিরে আসেন। কেউ কেউ অধিক দাম দিয়ে কিছু মাল সংগ্রহ করেন। কাঁচামাল না পাওয়ার কারণে অনেক ব্যবসায়ীকে বাজারে দেখা যায়নি। এমনটা কী কারণে হয়েছে জানতে চাইলে তারা জানান, গত ক’দিনের বৃষ্টির ফলে এমনটি হয়েছে। বাজারে কাঁচামালের দামের মধ্যে কোনো সমন্বয় ছিলো না। যে যার মতো করে দাম নিচ্ছেন। বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে ১০০ টাকায়, সিম ১৬০ টাকায়, পটল ৫০, মূলার হালি ৩০, শষা ৬০, করলা ৬০, কাঁচামরিচ ৬০ টাকায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়