প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সদস্য পদে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ইউসুফ গাজীসহ চেয়ারম্যান পদে মোট ৬ জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ১৫ সেপ্টেম্বর সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যান প্রার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কামরুল হাসানের নিকট এবং জেলা নির্বাচন অফিসে সদস্য পদের প্রার্থীরা সহকারী রিটার্নিং অফিসার জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে যে ছয়জন মনোনয়নপত্র জমা দেন তাঁরা হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী, সদ্য বিদায়ী প্রশাসক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটোয়ারী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এমএ ওয়াদুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, কচুয়ার মোহাম্মদ নাছির উদ্দিন ও হাজীগঞ্জের জাকির হোসেন প্রধানীয়া।
ইউসুফ গাজী বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হলেও বাকি পাঁচজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তবে তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী দল মনোনীত প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন। চেয়ারম্যান পদে বিএনপি, জাতীয় পার্টি বা বিরোধী দলের কোনো প্রার্থী এ নির্বাচনে দাঁড়াননি।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন বলেন, এ পর্যন্ত চেয়ারম্যান পদে ছয় জন, সাধারণ সদস্য পদে ৩৯ জন ও সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১৩ জনসহ মোট ৫৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা পরিষদ নির্বাচনের তফসিল অনুযায়ী : মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোটগ্রহণ হবে ১৭ অক্টোবর। ভোট হবে ইভিএমে। মোট ভোটার ১২৭৩ জন। ভোট কেন্দ্র ৮টি। প্রতিটি উপজেলায় একটি করে ভোটকেন্দ্র থাকবে।