প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
সর্বমোট মাছের দাম প্রায় ৩ লাখ টাকা, আর সেই মাছ বিক্রি করা হলো মাত্র ১১ হাজার টাকায়। এ ঘটনায় মাছ চাষীর কপাল পুড়েছে। মাছ চাষকৃত পুকুর পাড়ে গরুর খামারের বর্জ্যরে কারণে এমনটি হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করছেন। গত বুধবার রাতে ঘটনাটি ঘটে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের বেপারী বাড়িতে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, বেপারী বাড়ির ৬০ শতাংশের পুকুরটি মাছ চাষের জন্য ৯০ হাজার টাকায় ২ বছরের জন্যে ইজারা নেন প্রতিবেশী আঃ কাদের গাজীর ছেলে সুমন গাজী। সেই পুকুরে সুমন গাজী প্রায় দেড় লাখ টাকার রুই, কাতল, মৃগেলসহ দেশীয় প্রজাতির মাছের পোনা ফেলেন প্রায় ৬ মাস আগে। ইতোমধ্যে সেই পোনা মাছে ৬/৭শ’ গ্রামের সাইজ আসে। এর মধ্যে সেই পুকুরের পাড়ে গো-খামার দেন একই বাড়ির সেকান্দর বেপারীর ছেলে সফিক (৫০)। গত কয়েক দিনে সফিক গাজীর গরুর খামারের বর্জ্য বৃষ্টির পানির সাথে মিশে পুকুরের পানিতে পড়লে বিষাক্ত হয়ে পড়ে। ফলে পুকুরের সকল মাছ গত বুধবার সন্ধ্যা রাত থেকে মরে যেতে শুরু করে।
মৎস্যচাষী সুমন গাজী জানান, বুধবার সন্ধ্যা রাতে পুকুরে মাছ দেখতে গিয়ে দেখি মাছগুলো অতিরিক্ত লাফালাফি করছে। পরে ভালো করে নজর দিয়ে দেখি, পুরো পুকুরে একই অবস্থা। এরপর সবাইকে বিষয়টি জানিয়ে লোকজন নিয়ে পুরো রাত ধরে কিছু মাছ ধরতে পেরেছি। ৮০ ভাগ মাছ মরে পুকুরের পানিতে ডুবে যাওয়ার কারণে মাছ পাইনি। পুরো রাত মাছ ধরে পরের দিন বৃহস্পতিবার সেই মাছ মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করি। এ সময় সুমন আরো জানান, পুকুর পাড়ের বাসিন্দা সফিক মিয়াকে বারবার আমিসহ বাড়ির অন্যরা বলেছে যাতে পুকুরের পাড়ে গরুর গোবর না ফেলে। সে কারো কথা না মানার কারণে আজকে আমার সর্বনাশ হয়ে গেলো।
সুমন গাজীর প্রতিবেশী মাঈনুদ্দিন মিয়াজী জানান, সুমনের মাছ ধরায় সহযোগিতা করতে গিয়ে দেখি পুরো পানি গরুর গোবরের গন্ধে নষ্ট হয়ে গেছে।
বেপারী বাড়ির সন্তান ও বাকিলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম নজু জানান, আমাদের বাড়ির পুকুরটির চারপাশে যেসব পরিবার বসবাস করে তাদেরকে অনেক বার বলা হয়েছে পুকুরে ময়লা না ফেলার জন্যে। যেহেতু একটি সমস্যা হয়ে গেছে, সেই হিসেব চিন্তা করে পুকুর লিজ নেয়া সুমনকে সবাই মিলে সেক্রিফাইস করা উচিত।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, মাছ চাষী সুমন গাজী ফোনে আমাকে তার ক্ষতির বিষয়টি জানিয়েছেন। সে অভিযোগ দিলে আমি উভয় পক্ষকে নিয়ে বসবো।