প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন প্রত্যাশা করেছেন। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জেলা পরিষদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারাই সম্ভব অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করা। তিনি গত বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, আমি রিটার্নিং কর্মকর্তার কাছে বলেছি নির্বাচন যেনো সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। লেভেল প্লেয়িং ফিল্ডের মাধ্যমে সবাই যেনো সমান অধিকার পায়। তিনি আরো বলেন, আমি আল্লাহর উপর ভরসা করে নির্বাচনে নেমেছি। আমার দৃঢ় বিশ্বাস ভোটাররা আমাকে বিমুখ করবেন না।