বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সুজাতপুর বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বে দোকানে হামলা মারধর ও ভাংচুর
নিজস্ব প্রতিনিধি ॥

মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে কমিটি নিয়ে দ্বন্দ্বে সন্ত্রাসী হামলা হয়েছে। হামলায় একটি দোকান ভাংচুর করা হয়েছে। গত মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর দুপুরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে সুজাতপুর বাজারের ব্যবসায়ী দোকান মালিক আবু হানিফ মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুজাতপুর বাজার বণিক সমিতি নামে কতিপয় লোকজন কমিটি করে ব্যবসায়ীদের নিকট কিছুদিন পর পর চাঁদা আদায় করে। মাসিক সভায় ব্যবসায়ীদের সকলকে না ডেকে কিছু লোকজন যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। এ বিষয়ে বাজারের অন্য ব্যবসায়ীরা প্রতিবাদ করায় তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।

গত ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে বণিক সমিতির সভাপতি বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে জঙ্ল ইসলামাবাদ গ্রামের মৃত নূরবক্স পাটোয়ারীর ছেলে বেনু পাঠোয়ারী ও মালু পাটোয়ারী, সিরাজ প্রধানের ছেলে আনিছুর রহমানসহ আরো নাম না জানা ক’জন মিলে আবু হানিফের দোকানে গিয়ে তাকে মারধর করে ও দোকান ভাংচুর করে।

এ বিষয়ে দোকান মালিক আবু হানিফ বলেন, বিল্লাল হোসেন বেপারীর নেতৃত্বে বেনু পাটোয়ারী, মালু পাটোয়ারী ও আনিছ প্রধানসহ আরো ক’জন আমাকে মারধর করে এবং দোকান ভাংচুর করে। এ সময় আমার দোকান থেকে ১৫ হাজার ৩শ’ টাকা নিয়ে যায়, দোকানের গ্লাস ভাংচুর করে ২০ হাজার টাকার ক্ষতি করে। আমি এই সন্ত্রাসীর উপযুক্ত বিচার চাই। এ বিষয়ে বিল্লাল হোসেন বেপারিকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়