বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফটিকছড়িতে দুর্ঘটনায় হাজীগঞ্জের হেদায়েতুল্লাহর মৃত্যু
কামরুজ্জামান টুটুল ॥

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুঘর্ঘটনায় মারা গেলেন হাজীগঞ্জের হেদায়েতুল্লাহ। সড়কের পাশে দাঁড়ানো একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ওই অটোরিকশার যাত্রী হাজীগঞ্জের মোঃ হেদায়েতুল্লাহ্ মারওয়ান (৬৪) ঘটনাস্থলেই মারা যান। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ৩ জন।

১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের ফটিকছড়ির বিবিরহাট এলাকায় সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ হেদায়েতুল্লাহ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের মারওয়ান বাড়ির (খামার বাড়ি) মৃত আব্দুল গণির ছেলে। তিনি পেশায় রং মিস্ত্রি। বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আদিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিবিরহাট খাজা গাউছিয়া মার্কেটের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা চা-পাতা বহনকারী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় খাগড়াছড়ি অভিমুখী একটি সিএনজিচালিত অটোরিকশাকে। এ সময় চালক ও ৩ যাত্রীসহ চারজন আহত হয়েছেন। পরে আহতদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোঃ হেদায়েতুল্লাহ মারওয়ানকে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক।

এদিকে মোঃ হেদায়েতুল্লাহ মারওয়ানের মৃত্যুর সংবাদ জানতে পেরে তার ছেলেসহ অন্যান্য আত্মীয়-স্বজন চট্টগ্রামের ফটিকছড়িতে রওনা দিয়েছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়