প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের পুরাণবাজার ব্যবসায়িক এলাকা ট্রাঙ্কপট্টিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নকল প্যারাসুট নারিকেল তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হেলাল চৌধুরী।
এ সময় মেসার্স জুগল স্টোর নামে প্রতিষ্ঠান থেকে বিভিন্ন কোম্পানির মেয়াদোত্তীর্ণ পণ্য এবং নকল করে বিক্রি করা অনেক নকল প্যারাসুট তেল উদ্ধার করা হয়। নকল পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মেসার্স জুগল স্টোরকে ৫০ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত নকল পণ্য ও মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ তৎক্ষণাৎ ধ্বংস করা হয়।
এ মোবাইল কোর্ট পরিচালনায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশ সহযোগিতা করে।