বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সফল উদ্যোক্তা হতে হলে ধৈর্য ধরে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে
স্টাফ রিপোর্টার ॥

এলামনাই উদ্যোক্তাদের অভিনন্দন জানাতে এবং বর্তমান শিক্ষার্থীদের সাথে মৈত্রীর সেতুবন্ধন তৈরি করতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড এন্ট্রাপে্িরনউরশিপ বিভাগের উদ্যোগে ১০ সেপ্টেম্বর ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে প্রথম উদ্যোক্তা পুনর্মিলনী-২০২২ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালযের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনোভেশন এন্ড এন্ট্রাপে্িরনউরশিপ বিভাগের প্রধান কামরুজ্জামান দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল, ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের (এফবিই) ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ছাত্রবিষয়ক পরিচালক ড. সৈয়দ মিজানুর রহমান রাজু, সহযোগী অধ্যাপক মোহাম্মদ শিবলী শাহরিয়ার প্রমুখ।

বর্তমান উদ্যোক্তা যুগের কথা তুলে ধরে প্রধান অতিথি ড. মোঃ সবুর খান বলেন, আমাদের উচিত সহিংসতা পরিহার করে করে একে অপরকে সাহায্য করা, প্রয়োজনে অর্থ দিয়ে একে অপরকে সাহায্য করা এবং একসাথে বেড়ে উঠা প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের সর্বদা সৃজনশীল চিন্তাভাবনা করার এবং ব্যবসায় এটি প্রয়োগ করার পাশপাশি উদ্যোক্তাদের কখনই আশা না হারানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, সফল উদ্যোক্তা হতে হলে ধৈর্য ধরে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে, অনেক বাধা আসবে কিন্তু ভয়কে জয় করতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়