বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

শাহরাস্তির বীর মুক্তিযোদ্ধা মোঃ আইউব আলীর ইন্তেকাল
বিশেষ প্রতিনিধি ॥

শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সূচীপাড়া উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আইউব আলী সর্দার (৭২) বেঁচে নেই। শুক্রবার রাত সাড়ে ৯টায় সূচীপাড়া উত্তর ইউনিয়নের দৈকামতা সর্দার বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি বেশ ক’মাস যাবৎ ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ৩ ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শনিবার সকাল ৯টায় নিজ বাড়ি দৈকামতা সর্দার বাড়ির মসজিদ সম্মুখস্থ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার শাহজাহান পাটোয়ারী। মরহুমের চাচাতো ভাই শিক্ষক আবদুল কুদ্দুসের উপস্থাপনায় জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য দেন সূচীপাড়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ সহকারী অধ্যাপক মোঃ আবুল কালাম, সূচীপাড়া উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ, হাবিবুর রহমান পাটোয়ারী, স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জনি প্রমুখ।

জানাজার নামাজে অংশ নেন মরহুমের মেঝো ভাই বিমানবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার ওমর আলম, সূচীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবীব উল্ল্যাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সেলিম খান, উপজেলা যুবলীগের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মেশকাত হোসেন বিটু, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ এলাকার সর্বস্তরের জনগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়