প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহরের গুণরাজদী নতুনবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোবাইকের চাপায় আফিফ নামে পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। গুণরাজদী নিজেদের বাড়ির সামনে মসজিদের পাশে গতকাল বুধবার বেলা ১২টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফিফ চাঁদপুর স্টেডিয়াম মার্কেটের দোকানদার হারেছ মিয়ার ছেলে এবং কালীবাড়ি মোড়স্থ রস বিলাস মালিকের ভাতিজা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশু আফিফসহ তার আরো দুজন শিশু সহপাঠী মিলে বাড়ির সামনে রাস্তার পাশে রাখা একটি অটোবাইকে খেলার ছলে উঠে বসে। এক পর্যায়ে গিয়ারে পা দিয়ে চাপ দিলে গাড়িটি আচমকা টান দিলে শিশুটি ছিটকে পড়ে পাশে দেয়ালের সাথে ধাক্কা লাগলে মাথায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয়।
পরক্ষণেই স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১২টার সময় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসক। এ ঘটনায় শিশুটির স্বজনদের আর্তচিৎকারে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে।