প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর শহর এলাকার তীব্র যানজট নিরসনের লক্ষ্যে বিকল্প চিন্তা-ভাবনায় পুনরায় চাঁদপুর ইচলী লঞ্চঘাট চালুর উদ্যোগ নিতে যাচ্ছে প্রশাসন। এ উপলক্ষে লঞ্চ মালিকদের সাথে চাঁদপুর জেলা প্রশাসন মতবিনিময় সভাও করেছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, চাঁদপুর শহরের যানজট নিরসন এবং যাত্রীদের সুবিধার জন্যে ইচলী লঞ্চঘাটটি চালু করা জরুরি। এতে করে ফরিদগঞ্জ, রায়পুর, লক্ষ্মীপুরের লঞ্চযাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনি শহরের ওপর যানবাহনের চাপ অনেকটাই কমে আসবে।
তিনি বলেন, লঞ্চঘাট চালুর বিষয়ে আজকের এই বৈঠক। আপনাদের মতামত ও পরামর্শগুলো যাচাই-বাছাই করে আমরা সংশ্লিষ্ট সরকারি সকল বিভাগের সাথে আলোচনা করবো। আলোচনার মাধ্যমে অতি দ্রুত ইচলী লঞ্চঘাট চালু করার ব্যবস্থা নেয়া হবে।
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক কেএম কায়সারুল ইসলাম, নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, এনএসআই-এর উপ-পরিচালক শাহ আরমান আহমেদ, চাঁদপুর নৌ-পরিবহণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আশিকুর রহমান, চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহাদাত হোসেন, চাঁদপুর নৌ-থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, রফরফ লঞ্চ মালিক প্রতিনিধি ফরিদ আহমেদ, সোনার তরী লঞ্চ মালিক প্রতিনিধি মোঃ ইব্রাহিমসহ অন্যরা।