প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ০০:০০
২৮ জুলাই সকালে চাঁদপুর শহরের লকডাউন পরিস্থিতি ঘুরে দেখতে এবং স্বেচ্ছাসেবকদের দায়িত্বে সমন্বয় সাধনের জন্য সরেজমিনে মাঠে অবস্থান নেন জেলা প্রশাসক চাঁদপুর অঞ্জনা খান মজলিশ। এ সময় তিনি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পলনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা দেন। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি জেলায় স্কাউট, রোভার ও বিএনসিসি সদস্যদের মোতায়েনের জন্য আজ সকালে তাঁর কার্যালয়ে স্কাউটস, রোভার সম্পাদক ও বিএনসিসির দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। সভায় সকলে একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।