প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
দিনের শেষ বিকেলের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনিং জুটির ব্যাটিং তাণ্ডবে খেলা দেখতে আসা ক্রীড়ামোদী দর্শকরা ভালোভাবেই খেলা উপভোগ করেছেন। আর সেই খেলাটি হয়েছে চাঁদপুর স্টেডিয়ামে। ব্যাটিংয়ে নামা কুমিল্লার ওপেনিং দুই ব্যাটসম্যানই সেঞ্চুরী করেছেন। এর মধ্যে ওপেনিং ব্যাটসম্যান ইরফান ৪৮ বলে ১০৪ রান করে আউট হলেও অপর ব্যাটসম্যান শাহপরান ৬৫ বলে ১৩০ রানে অপরাজিত ছিলেন।
চাঁদপুর ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের নবম ম্যাচে অংশ নিয়েছিলো আলতাফ ক্রিকেট একাডেমী ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারা ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৫৩ রান করে। এ পর্যন্ত টুর্নামেন্টের সŸোর্চ্চ রান করলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মঙ্গলবারের দুটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে জয়লাভ করে রায়পুর ক্রিকেট একাডেমী ও বিকেলের ম্যাচে জয়লাভ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
আলতাফ ক্রিকেট একাডেমী মাঠে নামলে বৃষ্টি শুরু হয়। পরে ক্রিকেটের প্যারাভোলা নিয়মে আয়োজকরা আলতাফ ক্রিকেট একাডেমী ঢাকাকে ৪ ওভার কমিয়ে ২১৬ রানের টার্গেট দেন ১৬ ওভারে। কিন্তু আলতাফ ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা ৯৫ রান তুলতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ফেলেন নির্ধারিত ওভারে। বিশাল রানে জয়ী হয়ে মাঠ ছাড়েন কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টুর্নামেন্টের মিডিয়া পার্টনার রয়েছে স্টার লাইভ, দৈনিক চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। টুর্নামেন্টে চাঁদপুর, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার ২৪টি দল অংশগ্রহণ করেছে। আয়োজকদের পক্ষ থেকে প্রতিদিনই চাঁদপুর স্টেডিয়াম মাঠে ৪টি দল নিয়ে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটার শাহপরানকে প্লেয়ার অব ম্যাচ পুরস্কার তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, কোষাধ্যক্ষ ও ক্রীড়া সংগঠক আবু নাসের বাচ্চু পাটওয়ারী, বিসিবির ক্রিকেট কোচ ও ম্যাচ রেফারী শামিম ফারুকী, টুর্নামেন্টের সমন্বয়ক রাফসান জানি, আয়োজকসহ দু’দলের খেলোয়াড় ও কর্মকর্তাগণ।
এদিকে দিনের প্রথম খেলায় অংশ নেয় রায়পুর ক্রিকেট একাডেমী ও ইনটেন্স ক্রিকেট একাডেমী ঢাকা। রায়পুর ক্রিকেট একাডেমী প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১০৫ রান করেন। দলের পক্ষে সাজ্জাদ ২৫ ও মমো ১৬ রান করে।
ঢাকা ইনটেন্স ক্রিকেট একাডেমী ১০৬ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। দলটি ১৮ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ৯০ রান করেন। ১৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়েন লক্ষ্মীপুর জেলার রায়পুরের দলটি।
সকালের ম্যাচ শেষে রায়পুরের ক্রিকেটার ইমনকে ম্যান অব দ্য ম্যাচ তুলে দেয়া হয়। প্লেয়ার অব দ্য ম্যাচ তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের (টেস্ট দলের) ক্রিকেটার মাহমুদুল হাসান জয়। উপস্থিত ছিলেন শামিম ফারুকী, সাবেক ক্রিকেটার সাইফুল ইসলাম সুমনসহ অন্যরা।