মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

প্রয়াত লিটন পোদ্দারের পরিবারের পাশে দাঁড়ালো চাঁদপুর বাপসা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে সহদেবপুর ইউনিয়ন পরিষদের সচিব প্রয়াত লিটন পোদ্দারের পরিবারকে নগদ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে এ নগদ অর্থ স্বর্গীয় লিটন পোদ্দারের সহধর্মিণীর হাতে তুলে দেন জেলা প্রশাসক কামরুল হাসান।

জেলা প্রশাসক লিটন পোদ্দারের সহধর্মিণীকে বলেন, আসলে শোক জানানোর কোনো ভাষা আমাদের নেই। আপনারা ভালো থাকেন এই কামনা করি। যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই বলবেন, আমরা আপনাদের পাশে আছি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ইমতিয়াজ হোসেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ রোকন, সাংগঠনিক সম্পাদক ছালামত উল্লাহ খান প্রমুখ।

বাপসার কর্মকর্তাদের সাথে আলাপকালে তারা জানান, লিটন পোদ্দার একজন হাস্যোজ্জ্বল মানুষ ছিলেন। ধমকের কথাও তিনি হাসিমুখে মেনে নিতেন। যেকোন কাজ খুব সুন্দরভাবে সম্পাদন করতেন। এক কথায় বলা যায় তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

গত ২৪ জুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী, ১ কন্যা ও ১ ছেলে-সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়