প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মৎস্য চাষ একটি মহতী উদ্যোগ, যা মানুষের আমিষের চাহিদা পূরণ করে। তবে সেটা সরকারি স্থাপনা নষ্ট করে নয়। সরকার অনেক চিন্তাভাবনা করে গত ৩ বছর পূর্বে রাস্তার পাশে মৎস্য চাষ সম্পূর্ণ নিষিদ্ধ মর্মে পরিপত্র জারি করার সিদ্ধান্ত নিয়েছিল। বিষয়টি শাহরাস্তি উপজেলাধীন চিতোষী পশ্চিম ইউনিয়নে এক মা সমাবেশের মাধ্যমে এলজিইডির প্রকৌশলী রেজোয়ানুর রহমান বলেছিলেন। পরবর্তীতে ভয়াবহ করোনা ভাইরাস (কোভিড-১৯) চলমান থাকায় উক্ত পরিপত্র জারি আর হয়ে উঠেনি।
হাজীগঞ্জ-শাহরাস্তির সংসদ সদস্য মেজরঃ (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম কোটি কোটি টাকা ব্যয়ে শাহরাস্তি উপজেলার রাস্তাসহ অবকাঠামো উন্নয়ন সাধন করার পর রাস্তার পাশে মৎস্য চাষ চলছে। কালীবাড়ি রাস্তা থেকে দেবকরা, আহম্মদনগর ও চিতোষী আরএম উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে এই মৎস্য চাষে রাস্তার ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বেড়িবাঁধ দ্বারা মৎস্য চাষিরা অতিরিক্ত লাভের আশায় রাক্ষুষে মাছ, সার ও কীটনাশক ব্যবহার করে ওইসব রাস্তার ২৫ শতাংশ নষ্ট করে দিয়েছে। বেড়ির ভেতরের গাছ উপড়ে পড়লে ভাঙ্গা অংশের দুই পাশে ৩শ’ ফুট পর্যন্ত রিপেয়ার করা যায় না। সঙ্গত কারণেই রাস্তার পাশে মৎস্য চাষ মারাত্মক ক্ষতির কারণ। বিষয়টি হাজীগঞ্জের বর্তমান উপজেলা প্রকৌশলী মোঃ রেজোয়ানুর রহমান অবগত আছেন।