প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান।
এ সময় তিনি বলেন, এক সময় লেখাপড়ার সাথে সাথে ক্রীড়াচর্চা ছিলো নিত্যদিনের সঙ্গী। কিন্তু বর্তমানে শিশুদেরকে মাঠের পরিবর্তে অভিভাবকরা সারাদিন বই খাতা নিয়ে ব্যস্ত রাখতে চায়। আমাদের মনে রাখতে হবে বিজ্ঞান চর্চা এবং খেলাধুলার নিত্যচর্চা প্রয়োজন। কারণ খেলাধুলা শরীর ও মনকে সতেজ রাখে এবং বিজ্ঞান চর্চা শিশুদের প্রযুক্তি ও আধুনিক বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয়।
তিনি বলেন, শুধু লেখাপড়া করে মেধাবী হলে হবে না, ক্রীড়া চর্চাকেও সাথে রাখতে হবে। তবেই আমরা ভবিষ্যতে একটি কর্মক্ষম জাতি পাবো। তিনি এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার জন্যে ক্রীড়া সামগ্রী এবং খেলার মাঠের উন্নয়নে অর্থ বরাদ্দের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইউএনও তাসলিমুননেছার সভাপতিত্বে ও বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাহবুব আলম সোহাগের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ডিএমপির অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদ হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাবেক সম্পাদক প্রবীর চক্রবর্তী, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের জেলা শাখার সম্পাদক হাজী কামরুল হাসান সউদ প্রমুখ।