প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি অধিভুক্ত চাঁদপুর ডায়াবেটিক সমিতি চাঁদপুর ও পাশর্^বর্তী জেলার ডায়াবেটিস চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। ৬ সেপ্টেম্বর জাতীয় অধ্যাপক প্রফেসর মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে পুরাণবাজার চেম্বার ভবনের সামনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হবে। আগ্রহী সচেতন নাগরিকদের সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত এ সেবা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আখন্দ সেলিম।
উল্লেখ্য, চাঁদপুর ডায়াবেটিক সমিতি জেলাব্যাপী বিভিন্ন দিবসে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় এবং চিকিৎসাসেবা প্রদান করে আসছে।