মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সহসাই ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে
মাহবুব আলম লাভলু ॥

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, পানির অপর নাম জীবন। কিন্তু সে পানি হতে হবে বিশুদ্ধ। উন্নয়নের প্রতীক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্যে বিশুদ্ধ পানি নিশ্চিত করার জন্যে ভূ-গর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও পানি সরবরাহ কার্যক্রম প্রকল্প হাতে নিয়েছেন। সারাদেশে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বর্তমানে স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রধানমন্ত্রীর উন্নয়নের অনন্য দৃষ্টান্ত।

৪ সেপ্টেম্বর রোববার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ভূ-গর্ভস্থ পানি শোধনাগার, উচ্চ জলাধার ও পানি সরবরাহের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আপনারা শেখ হাসিনার জন্যে দোয়া করবেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার পাশে থাকুন। দেশকে আরো এগিয়ে নিয়ে যান।

তিনি বলেন, নির্বাচন আসছে, দেশে নানা জটিলতা সৃষ্টি হবে। তবে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। ধর্মীয় উস্কানী হতে পারে, বিভ্রান্ত হওয়া যাবে না।

প্রতিমন্ত্রী বলেন, সহসাই ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। অনেকেই আওয়ামী লীগ থেকে প্রার্থী হতে চাইবেন। প্রকৃত আওয়ামী লীগার যাতে মনোনয়ন পায় আমরা তা-ই চাইবো। মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন, আমরা সবাই সম্মিলিতভাবে তার পক্ষে নির্বাচনে অংশ নেবো। পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আগামী সংসদ নির্বাচনে দলের মেয়র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহর সভাপ্রধানে এবং পৌরসভার সহায়ক সদস্য রেফায়েত উল্লাহ দর্জির পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ কুদ্দুস, নির্বাহী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর) আবু মুসা মোহাম্মদ ফয়সাল, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদ উল্লা প্রধান, ছেংগারচর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইয়াছিন ঢালী, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আরিফ উল্লাহ সরকার, মোখলেছুর রহমান মাস্টার, মিজানুর রহমান, মাহবুবুর রহমান সেলিম, আতিকুর রহমান, অ্যাডঃ মহসিন মিয়া মানিক, শাহআলম সিদ্দিকী, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, সাংবাদিক মমিনুল ইসলাম, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান সরকার, পৌরসভার সহায়ক সদস্য মফিজুল সিকদার মাহফুজ, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সজিব চন্দ্র।

ভূ-গর্ভস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধারা নির্মাণ কাজ বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মতলব উত্তর উপজেলা সূত্রে জানা যায়, এই ভূ-গর্ভস্থ পানি শোধনাগারের উৎপাদন ক্ষমতা প্রতি ঘণ্টায় ২৫০ ঘনমিটার। ৪৫০ ঘনমিটার ধারণ ক্ষমতাসম্পন্ন এই উচ্চ জলাধার। ছেংগারচর পৌর এলাকায় ২৭ কিলোমিটার পাইপ লাইন স্থাপন করা হয়েছে। যার দ্বারা ৩ হাজার পরিবার বিশুদ্ধ পানি পাবে। পানি বিশুদ্ধ করার জন্যে সর্বাধুনিক ফিল্টার পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই পানি শোধনাগার নির্মাণ করতে সরকারের ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

ছেংগারচর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তাফাজ্জল হোসেন জানান, ৩ হাজার পরিবারের মধ্যে এই ভূ-গর্ভস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার থেকে আমরা পানি সরবরাহ করতে পারবো।

পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ বলেন, পৌরবাসীর বিশুদ্ধ পানি সরবরাহ পাওয়া ছিলো তাদের অধিকার। অনেক পরে হলেও তারা বিশুদ্ধ পানি পেয়ে যাচ্ছেন। পৌরবাসী আর বিশুদ্ধ পানির সঙ্কটে পড়বেন না। গ্রাহকদের পানির লাইনের সংযোগ নেয়ার আহ্বান জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়