মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

বাকিলায় ব্যবসা প্রতিষ্ঠানের ১৩টি তালায় বালিসহ সুপার গ্লু
হাজীগঞ্জ ব্যুরো ॥

হাজীগঞ্জের বাকিলা বাজারের নিউ সুপার মার্কেটের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে ১৩টি তালায় বালু ও সুপার গ্লু (আঠা) দিয়ে আটকে দেয়া হয়েছে। এ সময় একটি ব্যবসা প্রতষ্ঠানের প্রায় অর্ধ-লক্ষার্ধিক টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে। তবে একটি দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে একজনকে শনাক্ত করা গেছে।

সরজমিনে দেখা যায়, বাকিলা বাজারস্থ নিউ সুপার মার্কেটের মাদ্দাহ খাঁ স্যানিটারি এন্ড ইলেকট্রিকের ১৩টি তালায় বালু ও সুপার গ্লু দিয়ে অকার্যকর করে দেয়া হয়েছে। পরে সকল তালা কেটে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হয়।

এছাড়াও একই মার্কেটের আল আরাবি পাঞ্জাবি টেইলার্স ও ফ্রেবিক্সের তালা ভেঙ্গে মালামাল চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

মার্কেটের স্বত্বাধিকারী মিজানুর রহমান পাটওয়ারী ও মাদ্দাহ খাঁ স্যানিটারি এন্ড ইলেকট্রিকের স্বত্বাধিকারী মোঃ রুহুল আমিন পূর্ব শত্রুতার জেরেই এমনটি করা হয়েছে বলে জানান।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার (এসআই) মোঃ মোস্তাক আহম্মেদ সিব্বির ও উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিসবাহুল আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল ধরসহ বাজারের ব্যবসায়ী প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে বালু ও আঠা লাগানো উন্নতমানের ১৩টি তালা কেটে ফেলা হয়।

মার্কেটের স্বত্বাধিকারী মোঃ মিজানুর রহমান পাটওয়ারী বলেন, নিউ সুপার মার্কেটের অংশীদারদের একজন আঃ রব কাজীর সাথে আমাদের পূর্ব বিরোধ রয়েছে। এই বিরোধের সূত্র ধরে আমাকে ও আমার ভাড়াটিয়াসহ অন্যদের বিভিন্নভাবে হয়রানি করে আসছে আঃ রব কাজী ও তার পরিবারের সদস্যরা। আমি মাননীয় আদালতে মামলা করলে (১৯২/২০১৯) আদালত আমার পক্ষে রায় দেয়। সবশেষ গতকাল বৃহস্পতিবার মাদ্দাহ খাঁ স্যানিটারি এন্ড ইলেকট্রিকের দোকানের ১৩টি তালায় বালু ও সুপার গ্লু দিয়ে অকার্যকর করে দেয় আঃ রব কাজীর ভাগ্নে কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের আহম্মেদ আলী বেপারীর ছেলে আমিন (৩৫)।

মিজানুর রহমান জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, আমিন দোকানের তালাগুলোতে বালু ও আঠা দিচ্ছে। ওই সময় মার্কেটের বাইরে এবং ওই দোকানের সামনে রব কাজীর ছেলে মোঃ হারুন (৩৫) ও মোঃ জুয়েল (৩০) দাঁড়ানো ছিল। বাজারের অন্যান্য লোকজন তাদের দেখতে পেয়েছে। আমি তাদেরকে সকালে দেখে ভাবলাম, তারা এমনিতেই মার্কেটের সামনে দাঁড়িয়ে রয়েছে। তাই তাদের কিছু বলিনি।

এ বিষয়ে আঃ রব কাজীর ছেলে মোঃ হারুন ও মোঃ জুয়েল এবং ভাগিনা আমিনকে না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে আঃ রব কাজীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি অসুস্থ।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মিসবাহুল আলম চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়