প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
ফরিদগঞ্জে মনির গাজী নামের এক অসহায় ব্যক্তির দুটি গরু চুরি হয়ে গেছে। গরু দুটি চুরির ঘটনায় নিরীহ পরিবারটি দিশেহারা হয়ে পড়েছে। গত ২৮ আগস্ট দিবাগত রাতে ২নং বালিথুবা ইউনিয়নের ইসলামপুর গাজী বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকার গরু পালনকারী কৃষক ও খামারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মনির কাজীর গরু চুরি হওয়ায় ফরিদগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের আলোকে মনির গাজীর সাথে কথা হলে তিনি জানান, আগে তিনি প্রবাসে ছিলেন। প্রবাসে কোনো রকম সুবিধা করতে না পেরে বাড়িতে এসে অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ন-জাতীয় দুটি গাভী কিনে পালন করা শুরু করেন। এতে করে দুধ বিক্রি করে তার দিনাতিপাত ভালোই চলছিলো। কিন্তু গত ২৮ তারিখ দিবাগত রাতে গরু চোর চক্র তার গোয়াল ঘরে হানা দিয়ে একসাথে দুটি গরু নিয়ে যায়।