মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণ করবে
এমকে মানিক পাঠান ॥

ফরিদগঞ্জ উপজেলার মান্দারখীল এলাকায় যথাযথ মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে গতকাল ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, ফরিদগঞ্জের সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ। কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি ও আলোচনা সভা।

প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে উপজেলা সদরে প্রস্তুতি সম্পন্ন হলেও পুলিশের বাধার কারণে বিএনপির অনুষ্ঠান করতে দেয়া হয়নি। তবে ওইদিনই বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির ব্যানারে উপজেলার মান্দারখীল এলাকায় লায়ন হারুনুর রশিদ এতিমখানা ও মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ তাঁর বক্তব্য বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এইদিনে দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে বিএনপি নামে রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন। বিএনপি অনুসারীরা হবে বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী, ধর্মীয় মুল্যেবোধের ধারক ও বাহক, দেশপ্রেমে উজ্জীবীত সৎ ব্যক্তিত্ব ও বাংলাদেশের জাতীয়তাবাদের ধারণায় উজ্জীবিত। তিনি আরো বলেন, সৈনিক জীবন থেকে শুরু করে স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ ও রাষ্ট্রপরিচালনা সর্বত্রই শহীদ জিয়ার যে উজ্জ্বল ভূমিকা রয়েছে, তা কোনোদিন এ জাতি ভুলতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন স্মরণে রাখবে। আজ এই ঐতিহাসিক দিন উদ্‌যাপন উপলক্ষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিজ। অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের সহ¯্রাধিক নেতা-কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়