মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

ফরিদগঞ্জে আমার ভাইয়ের ঝরানো রক্তের প্রতিটা বিন্দুর হিসাব নেয়া হবে
অনলাইন ডেস্ক

১ সেপ্টেম্বর বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোঃ ইউনুছের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি আমানত গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ হারুনুর রশীদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, ক্ষুদ্র ঋণ সম্পাদক লোকমান দর্জি, স্থানীয় সরকার সম্পাদক আবু সায়েদ পাটোয়ারী, যুবদলের আহ্বায়ক মহসিন মোল্লা, সদস্য সচিব আব্দুল মতিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান খান, একে সুমন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দীন, ৯নং ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মিলন, সাংগঠনিক সম্পাদক বিল্লাল বেপারী ও ১০নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হামীমুর রহমান।

সভাপতির বক্তব্যে শরীফ মোঃ ইউনুছ বলেন, শান্ত ফরিদগঞ্জকে পুলিশের সহযোগিতায় অশান্ত করে তোলা হচ্ছে। আজ পুলিশের সহযোগিতায় আমাদের বিএনপির অফিসে অতর্কিত হামলা করা হয়েছে। বারবার দেশীয় অস্ত্রসহ বোমা নিক্ষেপ করা হয়েছে। বিএনপি অফিসে প্রোগ্রামে আগত নেতা-কর্মীদের ওপর হামলা করে আমাদের উপজেলা শ্রমিক দলের সভাপতি আজিম খান, উপজেলা যুবদলের সদস্য তানভীর আহমেদ নকীব, ৩নং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক হাসান মাসুমসহ অনেক নেতা-কর্মীকে আহত করা হয়েছে। ফরিদগঞ্জে আমার ভাইদের ঝরানো রক্তের প্রতিটা বিন্দুর হিসাব নেয়া হবে। তিনি বলেন, ফরিদগঞ্জে আমাদের ওপর বারবার হামলা করলেও আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। আমরা সংঘাত চাই না। আমাদের গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করবেন না। তিনি আগামী দিনের আন্দোলনে সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়