মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

অ্যাডঃ হাবিবুর রহমান লিটুর মায়ের মৃত্যুবার্ষিকীতে আইনজীবী সমিতিতে মিলাদ
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডঃ হাবিবুর রহমান লিটুর মা জাহানারা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ আগস্ট বুধবার বাদ জোহর চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ৩য় তলা মসজিদে মরহুমা জাহানারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শহীদুল ইসলাম।

দোয়া অনুষ্ঠানে অংশ নেন সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি আলহাজ¦ অ্যাডঃ ইকবাল-বিন-বাশার, অ্যাডঃ সেলিম আকবর, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ আহসান হাবিব, সিনিয়র আইনজীবী অ্যাডঃ এটিএম মোস্তফা কামাল, অ্যাডঃ এজেডএম রফিকুল হাসান রীপন, অ্যাডঃ জসিম উদ্দিন পাটওয়ারী, অ্যাডঃ জাহাঙ্গীর হোসেন খান, মরহুমের ছেলে অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, অ্যাডঃ শাহজাহান পাঠানসহ আইনজীবীগণ। মিলাদ শেষে পরিবারের পক্ষ থেকে তবররুকের ব্যবস্থা করা হয়।

এছাড়াও জাহানারা বেগমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ি পুরাণবাজার, চেয়ারম্যানঘাট এলাকা ও সিলেটসহ ৬টি মসজিদে বাদ আছর মিলাদের আয়োজন করা হয়। মসজিদগুলো হলো : চৌধুরী বাড়ি জামে মসজিদ, গাজী বাড়ি জামে মসজিদ, পূর্ব জাফরাবাদ বায়তুল আমান জামে মসজিদ, পূর্ব জাফরাবাদ আশরাফিয়া জামে মসজিদ ও ষোলঘর পাকা মসজিদ।

চেয়ারম্যান ঘাট মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুদ্দিন খন্দকার। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মরহুমের ছেলে আজিজুর রহমান খোকা, ফজলুর রহমান রুবেল ও ব্যাংকার আতিকুর রহমান, পরিবারের অন্য সদস্যরাসহ স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩১ আগস্ট পুরানবাজার ৪নং ওয়ার্ডের গাজী বাড়িতে জাহানারা বেগম ৬৩ বছর বয়সে মারা যান। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ১ মেয়েসহ নাতি-নাতনী ও শুভাকাক্সক্ষী রেখে যান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়