প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
আজ ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি দুই দিনের সরকারি সফরে চাঁদপুর আসছেন। তিনি আজ বৃহস্পতিবার রাত ৯টায় জাতীয় সংসদ ভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে রাত সাড়ে ১২টায় চাঁদপুর এসে পৌঁছবেন। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর স্টেডিয়ামে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সকাল ১০টায় জেএম সেনগুপ্ত রোড কদমতলাস্থ মন্ত্রীর বাসভবনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনসমূহের স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন। সাড়ে ১১টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় বিজ্ঞান ক্লাব আয়োজিত বিজ্ঞান মেলা প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন। বিকেল ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর ত্যাগ করবেন।