প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
চাঁদপুর জেলায় ওএমএস ও টিসিবি কার্যক্রমের সমন্বয় সাধনসহ খাদ্যবান্ধব কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট বুধবার বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ প্রেসব্রিফিংয়ে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, চাঁদপুরে ১ লাখ ৪৫ হাজার ১শ’ ৪৭ জন টিসিবি কার্ডধারী উপকারভোগী রয়েছে। ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে সারা জেলায় ১২৬ জন ডিলারের মাধ্যমে ১ হাজার ৫শ’ ৯৮ দশমিক ২৫০ মেট্রিক টন চাল ৪১টি কেন্দ্রে ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। ন্যায্যমূল্যে খোলা বাজারের (ওএমএস) কার্যক্রমকে আরও সম্প্রসারিত করার লক্ষ্যে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা কোনো অনিয়মের মধ্যে থাকতে চাই না। কোথাও যদি কোনো অনিয়ম থাকে আমাদেরকে অবগত করবেন। আমরা সাথে সাথেই ব্যবস্থা নেবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী টিসিবি কার্ডধারীগণ ওএমএস-এর ন্যায় ন্যায্য মূল্যে ১০ কেজি হিসেবে চাল পাবেন। ওএমএস কার্যক্রমে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার ভিত্তিতে চাল প্রদান করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ, বিপিএম (বার), চাঁদপুর প্রেসক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস প্রমুখ। উপস্থিত ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।
চালের বরাদ্দের পরিমাণ ও বিভিন্ন পৌরসভা ও উপজেলার নাম হলো : চাঁদপুর পৌরসভায় কেন্দ্র সংখ্যা ১৫ ও ডিলার সংখ্যা ১৫ এবং দৈনিক বরাদ্দের পরিমাণ ২০ মেঃ টন, হাজীগঞ্জ পৌরসভায় কেন্দ্র সংখ্যা ৪ ও ডিলার সংখ্যা ৪ এবং ৮ মেঃ টন, ফরিদগঞ্জ পৌরসভায় কেন্দ্র সংখ্যা ৪ ও ডিলার সংখ্যা ৪ এবং ৬ মেঃ টন, মতলব দক্ষিণ পৌরসভায় কেন্দ্র সংখ্যা ৪ ও ডিলার সংখ্যা ৪ এবং ৮ মেঃ টন, মতলব উত্তরের পৌরসভায় কেন্দ্র সংখ্যা ৪ ও ডিলার সংখ্যা ৪ এবং ৮ মেঃ টন, শাহরাস্তি পৌরসভায় কেন্দ্র সংখ্যা ৪ ও ডিলার সংখ্যা ৪ এবং ৮ মেঃ টন, কচুয়া পৌরসভায় কেন্দ্র সংখ্যা ৪ ও ডিলার সংখ্যা ৪ এবং ৮ মেঃ টন, হাইমচর উপজেলায় কেন্দ্র সংখ্যা ২ ও ডিলার সংখ্যা ২ এবং ৪ মেঃ টন।
এছাড়া জেলার নিম্ন আয়ের ও দরিদ্র লোকেদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষ্যে আগামী সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর ২০২২ মাসে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি ধরে প্রত্যেক উপকারভোগী পরিবারকে মাসিক ৩০ কেজি হারে চাল প্রদান করা হবে। ইতোমধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির ডিজিটাল ডাটাবেজের আওতায় ৫৩ হাজার ২৭৭ টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে। এই কর্মসূচি সফল করার জন্য ১২৬ জন ডিলারের মাধ্যমে প্রতি মাসে ১৫৯৮.২৫০ মেঃ টন চাল বিতরণ করা হবে।