মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

কাল চাঁদপুরে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

আর মাত্র একদিন। রাত পোহালেই কাঙ্ক্ষিত বিসিবি কাউন্সিলর টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন। আর ভ্যেনুটি হচ্ছে চাঁদপুর স্টেডিয়াম। চাঁদপুর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, গাজীপুর, কুমিল্লা ও রায়পুরের ২৪টি দল এই টুর্নামেন্টে অংশ নেবে। চাঁদপুরে এই প্রথম এতো বড় পরিসরে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে টুর্নামেন্ট হতে যাচ্ছে।

আগামীকাল শুক্রবার চাঁদপুর স্টেডিয়ামে শুরু হচ্ছে বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২। শুক্রবার সকাল সাড়ে ৯টায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান। টুর্নামেন্টের প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন বিসিবি কাউন্সিলর ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান।

চাঁদপুর ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করবে শাহরাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর ও সন্দ্বীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম। টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা।

নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের খেলায় দুদলেই খেলবে জাতীয় দলের ক্রিকেটারসহ দেশের আইকন ক্রিকেটারগণ। টুর্নামেন্টে অংশ নেবে ২৪টি দল।

আয়োজকদের সূত্রে আরো জানা যায়, উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-কমিটির সম্পাদক শেখ আব্দুল মোতালেব।

আয়োজকদের অন্যতম সাদ্দাম হোসেন ও রাফসান জানি এ প্রতিবেদককে জানান, আমরা টুর্নামেন্টটি সুন্দরভাবে আয়োজন করার জন্যে সকল প্রস্তুতি নিয়েছি। ইতিমধ্যে অংশ নেয়া সকল দলের সাথে আলোচনা হয়েছে। এ টুর্নামেন্টে জাতীয় ক্রিকেট দলসহ বিপিএল, সিপিএলসহ দেশের তারকা ক্রিকেটারগণ খেলবেন। আমরা যাতে টুর্নামেন্টটি সুন্দর মতো শেষ করতে পারি এজন্যে সকলের সহযোগিতাসহ সমর্থন কামনা করছি।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হলো : কুমিল্লা ভিক্টোরিয়ার্স ক্রিকেট একাডেমী, এরিস্টান ইউসি স্পোর্টস ক্রিকেট ক্লাব, বাকলিয়া সূর্য তরুণ ক্লাব রায়পুর, চট্টগ্রাম লায়ন্স, সন্দ্বীপ ক্রিকেট একাডেমী চট্টগ্রাম, কক্সবাজার ক্রিকেটার্স ফোরাম, ১০/১২ ক্রিকেটার্স ঢাকা, ব্রাদার্স ক্রিকেট একাডেমী চট্টগ্রাম, গাজীপুর ক্রিকেট একাডেমী, নিউ ক্রিকেট একাডেমী চাঁদপুর, ঢাকা পাওয়ার ক্রিকেট একাডেমী, ঢাকা টাইটেন্স, থ্রিকুইন ওয়ারিয়র্স চাঁদপুর, স্লোগ সিকসারস টিম চাঁদপুর, শেখ কামাল স্পোর্টস একাডেমী চাঁদপুর, শাহরাস্তি ক্রিকেট একাডেমী চাঁদপুর, মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব চাঁদপুর, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চাঁদপুর, উদয়ন ক্লাব চাঁদপুর, ক্রিকেট স্কুল কুমিল্লা, ইলেভেন স্টার ঢাকা, আলতাফ ক্রিকেট ফাউন্ডেশন ঢাকা, রায়পুর ক্রিকেট একাডেমী ও ইনটেন্স ক্রিকেট একাডেমী ঢাকা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়