মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

সততা ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে
মেহেদী হাসান ॥

কচুয়া উপজেলার সরকারি কর্মকর্তাদের সাথে স্থানীয় সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেছেন। গতকাল বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন, তাদের সকলকে আমি সরকারের তরফ থেকে এই নিশ্চয়তা দিচ্ছি যে, কাজ করার প্রক্রিয়ায় কোনো কারণে আপনাদেরকে সরকারের পূর্বানুমতি ছাড়া গ্রেফতার করা হবে না। তবে এটাও মনে রাখবেন, এটা সরকারি কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে। এর বাইরে কোনো কর্মকর্তা যদি গৃহস্থালি কোনো কর্মকাণ্ড, বউ পেটানো কিংবা ধর্ষণ মামলায় অভিযুক্ত হন, তাহলে কিন্তু তাৎক্ষণিক তাকে গ্রেফতার করতে পারবে। এক্ষেত্রে কোনো প্রকার পূর্বানুমতি লাগবে না।

তিনি বলেন, আমাদের সংবিধানের প্রস্তাবনায় বলা হয়েছে যে, রাষ্ট্র সৃষ্টি হয়েছে যাতে সকল নাগরিক স্বাধীনসত্তায় সমৃদ্ধি অর্জন করতে পারে। সংবিধানের ১ বা ২ অনুচ্ছেদে বলা হয়েছে, এই প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই কথাগুলো আপনারা মনে রেখে জনগণকে সেবা দিয়ে আপনাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। মনে রাখবেন, নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হাসান। সভা সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব উল আলম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সোফায়েল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজীব চন্দ্র দাস, প্রকৌশলী আব্দুল আলিম লিটন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মোশারফ হোসেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া জোনাল অফিসের ডিজিএম মোঃ বেলায়েত হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, মুক্তিযোদ্ধা জাবের মিয়া, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব প্রমুখ।

এদিন দুপুর ১২টায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়া উপজেলা পরিষদ চত্বর পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক আঃ সাত্তার, চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদুল হাসান প্রমুখ।

এছাড়া বেলা সাড়ে ১১টায় তিনি কচুয়া পৌর বাজারে সুলতান ভূঁইয়া শপিং কমপ্লেক্সে স্বপ্ন সুপার শপের আউটলেট উদ্বোধন করেন।

এদিন সকাল সাড়ে ১০টায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার সেংগুয়া গ্রামে বেসরকারি সংস্থা কেআইডিপির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্যদ্রব্য ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়