মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

মানহীন অনলাইন মিডিয়া পেশাদার সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার মান নষ্ট করছে
প্রবীর চক্রবর্তী ॥

আব্দুস ছোবহান লিটন। ঐক্যবদ্ধ ফরিদগঞ্জ উপজেলার সংবাদকর্মীদের একমাত্র আশ্রয়স্থল ফরিদগঞ্জ প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক। এর আগে তিনি প্রতিষ্ঠানটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালের মার্চ মাসে দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাতের অনুপ্রেরণায় এ পেশায় কাজ শুরু করেন। চাঁদপুর কণ্ঠে বেশ ক’বছর কাজ করার পর তিনি চাঁদপুর প্রতিদিন এবং সর্বশেষ ইল্শেপাড় পত্রিকায় কাজ করছেন। এছাড়া জাতীয় দৈনিক দেশবাংলা, আলোকিত সময়, খবরপত্র এবং সর্বশেষ সকালের সময় পত্রিকায় কাজ করছেন। জীবিকার প্রয়োজনে তিনি ক’বছর প্রবাসে অবস্থান করে স্বদেশে ফিরে পুনরায় সাংবাদিকতায় মনোনিবেশ করেন।

দৈনিক চাঁদপুর কণ্ঠের ‘সাংবাদিক নেতৃবৃন্দের ভাবনা’ শীর্ষক ধারাবাহিক সাক্ষাৎকার পর্বে আজ আব্দুস ছোবহান লিটন তার অভিব্যক্তি তুলে ধরেছেন।

চাঁদপুর কণ্ঠ : আপনার উপজেলায় সাংবাদিকতা অতীতের সকল সময়ের চেয়ে কি গতিশীলতা পেয়েছে? গতিশীলতা পেলেও কি মান রক্ষা হচ্ছে?

আব্দুস ছোবহান লিটন : সাংবাদিকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সঠিক সাংবাদিকতার চেয়ে অপসাংবাদিকতা বৃদ্ধি পেয়েছে। তাতে মান হ্রাস পেয়েছে।

চাঁদপুর কণ্ঠ : পত্রিকাগুলোর প্রিন্টিং সংস্করণের পাঠক এবং টিভি সংবাদের শ্রোতাণ্ডদর্শক দিনদিন কমছে। কারণ কী? এমনটি রোধের উপায় কী?

আব্দুস ছোবহান লিটন : অনলাইন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন হ্রাস পাওয়ায় প্রিন্ট মিডিয়ার পাঠক ও টিভির দর্শক দিন দিন কমে যাচ্ছে।

চাঁদপুর কণ্ঠ : আজকাল গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্ন মহল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যবহার করতে চাইছে। অনেকে ইচ্ছা-অনিচ্ছায় ব্যবহৃতও হচ্ছে। সাংবাদিকদের মধ্যে অনৈক্য/বিভাজন থেকে এমনটি হচ্ছে। আপনার অভিমত কী?

আব্দুস ছোবহান লিটন : যেহেতু এই পেশাতে তেমন কোনো বেতন নেই, তাই যারা এর উপর সম্পূর্ণ নির্ভরশীল তারা ব্যবহৃত হবেই। তাই এ পেশার পাশাপাশি অন্য পেশায় সম্পৃক্ত হওয়া আবশ্যক।

চাঁদপুর কণ্ঠ : সংবাদ পরিবেশনে তাৎক্ষণিকতাকে গুরুত্ব দিতে গিয়ে অনলাইন সাংবাদিকতার জোয়ার। এতে কেউ কেউ অপসাংবাদিকতার সুযোগ বা আশ্রয় নিচ্ছে। সকল সংবাদের ক্ষেত্রে কি তাৎক্ষণিকতা জরুরি? আপনার মতামত জানতে চাই।

আব্দুস ছোবহান লিটন : হাতে গোণা কিছু অনলাইন মানসম্পন্ন। অন্যগুলো মানহীন, যেগুলো পেশাদার সাংবাদিকের মান ও প্রিন্ট মিডিয়ার মান নষ্ট করছে। সকল সংবাদের ক্ষেত্রে তাৎক্ষণিকতা জরুরি নয়। অধিকাংশ অনলাইনে অসম্পূর্ণ তথ্য প্রচার হয় বেশি। এতে অপসাংবাদিকের পরিমাণ বৃদ্ধি পায়।

চাঁদপুর কণ্ঠ : উপরোক্ত প্রশ্নসমূহের বাইরেও আপনার কোনো বক্তব্য থাকলে প্রদান করতে পারেন।

আব্দুস ছোবহান লিটন : মফস্বল সাংবাদিকের ক্ষেত্রে অর্থের বিনিময়ে নিয়োগ বন্ধ করতে হবে। যোগ্য ব্যক্তিদের যাচাই-বাচাই করে নিয়োগ দেয়া আবশ্যক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়