প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
আজ ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এইদিনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম বাংলাদেশী জাতীয়তাবাদ ও ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বহুদলীয় গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি গঠন করেন। বর্তমানে তাঁর স্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন এবং ছেলে তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির কর্মসূচি : আজ বৃহস্পতিবার ভোর ৬টায় চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বিকেল ৫টায় আলোচনা সভা ও দোয়ানুষ্ঠান। জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলার নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীরা উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকবেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু উক্ত কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেন।