মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ৩১ আগস্ট ২০২২, ০০:০০

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন হবে ইভিএমে
নূরুল ইসলাম ফরহাদ ॥

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। হাতে খুব বেশি সময় না থাকলেও অনেকটা নিরুত্তাপ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলা। তার কারণ হতে পারে আইন সংশোধন। গত নির্বাচনের মতো এবার আর উপজেলা থেকে ৩ জন সদস্য হতে পারবেন না। এবার পুরো উপজেলা থেকে মাত্র ১ জন সদস্য নির্বাচিত হবেন। আর ৩ উপজেলা নিয়ে একজন হবেন সংরক্ষিত মহিলা সদস্য। এবার চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন হবে ইভিএম পদ্ধতিতে।

চাঁদপুরসহ সারাদেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, জেলা পরিষদ শাখার ১৮.০৪.২০২২ খ্রিঃ, জেলা পরিষদ আইন ২০০০-এর ধারা ৪-এর উপ-ধারা (১) অনুযায়ী জেলা পরিষদ (সংশোধন) আইন ২০২২ অনুযায়ী সংশোধিত এবং জেলা পরিষদ (ওয়ার্ডের সীমা নির্ধারণ) বিধিমালা ২০১৬-এর বিধি ৪, ৫ ও ৬ অনুসরণে চাঁদপুর জেলার ৮টি উপজেলাকে ৮টি ওয়ার্ড এবং তিনটি সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়। উক্ত বিধিমালার আলোকে আসন্ন জেলা পরিষদ নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলা থেকে মাত্র একজন সদস্য নির্বাচিত হবেন। আর চাঁদপুর সদর, হামইচর ও ফরিদগঞ্জ উপজেলা নিয়ে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।

ইতোমধ্যে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষণা হয়ে গেছে জেলা পরিষদ নির্বাচনের তফসিল। কিন্তু এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে তেমন একটা আগ্রহ নেই। জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সমূহের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষ অনেকটা দিশাহীন। নিকট ভবিষ্যৎ নিয়ে আছে টেনশন। সংসার চালানোই অনেকের জন্য কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে মানুষের ভিতর জেলা পরিষদ নির্বাচন নিয়ে তেমন একটা আগ্রহ নেই।

ক্ষমতাসীন আওয়ামী লীগের কজনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন আলোচনার টেবিলে শোনা গেলেও বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। সদ্য সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন তার ফেসবুকে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। ফরিদগঞ্জ উপজেলার সদস্য হিসেবে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন আড্ডা এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের সাথে আলাপের মাধ্যমে আওয়ামী লীগের যে সব নাম উঠে আসছে তারা হলেন : সদ্য সাবেক সদস্য মোঃ মশিউর রহমান মিটু, সদ্য সাবেক সদস্য রফিক তালুকদারের ভাই খোকন তালুকদার, নজরুল ইসলাম সুমন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, আলী আক্কাস, মোঃ জামাল উদ্দিন ও দেলোয়ার হোসেন মল্লিক। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে পুনরায় নির্বাচন করবেন জোবেদা খাতুন খুশি।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল এ প্রতিনিধিকে জানান, ‘আমরা এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবো না। আপনারা দেখছেন আমরা এখন আন্দোলন নিয়ে ব্যস্ত।’ অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে তাহলে তার দায়ভার তাকেই নিতে হবে। আমরা কেন্দ্রের নির্দেশের বাইরে কিছুই করবো না।’

গত নির্বাচনে ফরিদগঞ্জ উপজেলার ৩, ৪, ৫, ৬, ৭ ও ৮নং ইউনিয়ন নিয়ে ছিলো মশিউর রহমান মিটুর ওয়ার্ড সীমা। সাইফুল ইসলাম রিপনের ছিলো ১১, ১২, ফরিদগঞ্জ পৌরসভা, ১৪, ১৫ ও ১৬নং ইউনিয়ন। রফিক তালুকদারের ওয়ার্ড সীমা ছিলো ফরিদগঞ্জের ১, ২, ৯, ১০ ও চাঁদপুর সদর উপজেলার ২টি ইউনিয়ন। আর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ছিলেন জুবায়দা খাতুন খুশি।

নির্বাচন কমিশনের ঘোষণা মতে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৯-২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২-২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর, ভোট গ্রহণ ১৭ অক্টোবর।

ভোট গ্রহণের সময় সকাল ৯টা থেকে টানা বেলা ২টা পর্যন্ত। এবার চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার/জেলা নির্বাচন অফিসার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়